বরগুনায় প্রথম বারের মত আয়োজন করা হয়েছে লোক উৎসব। মাটির টানে বিষখালীর পানে বরগুনা লোক উৎসব ২০২৩।
আজ (৩ মার্চ) রোজ শ্রুক্রবার বিকাল ৫ টায় সার্কিট হাউজ মাঠে আয়োজন করেন বরগুনা লোক উৎসব উদযাপন পরিষদ এবং নাঈম খান ডান্স কোম্পানি।
৩ দিন ব্যাপি এই মেলায় উঠে এসেছে বরগুনার চিরাচরিত সকল সাংস্কৃতিক বিষয় এর মধ্য ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, নীলনৃত্য,রাখাইন নৃত্য, জারিগান,হয়লা,পুঁথি পাঠ,নৃত্যনাট্য কবি জসিমউদ্দিনের চম্পাবতি,যাত্রাপালা,বাউল গান,লোকসংগীত,লোকনৃত্য,নৃত্যনা
এ সময়ে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসন পিঝুস চন্দ্র দে, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ জনাব সুভাষ চন্দ্র হাওলাদার,সভাপতি প্রেসক্লাব বরগুনা অ্যাড.সন্জীব দাস।
আরো উপস্থিত ছিলেন আবু নাঈম সদস্য সচিব
সভাপতিত্ব করেন বরগুনা লোক উৎসবের আহ্বায়ক এবং সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট বরগুনা এড.মোঃ শাহজাহান।
আয়োজন কমিটি বলে এই আয়োজন এর মধ্যে দিয়ে গ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিক বিষয়গুলো এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরটা আমাদের মূল উদ্দেশ্য।
এই অনুষ্টানে হাজারো মানুষ এর ঢল পড়েছে এবং উৎসবমুখর ভাবে পালিত হচ্ছে ৩ দিন ব্যাপি লোক উৎসব।