পিরোজপুর প্রতিবেদক: পিরোজপুরে অটোরিকশার চাপায় সাবেক এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সুধীর রঞ্জন মাঝি (৮০)।
০৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় তার মৃত্যু হয়।
নিহত সুধীর মাঝি জেলার সড়র উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত রাখাল চন্দ্র মাঝির ছেলে। তিনি একই এলাকার গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের ভাগ্নে ত্যক্ষদর্শী বিভাস মজুমদার জানান, তার মামা প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাড়ি থেকে পাঁচপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে রিকশাটি তার মাথায় চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুধীর রঞ্জনকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।