ঝালকাঠির মেলার নাগরদোলা থেকে পড়ে নারীসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত ১০টায় নগরীর শেখ রাস মিনি স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগর দোলা ঘোরার সময় দুটি দোলনায় সংঘর্ষ হয়। এতে নাগরদোলা বহনকারী ৬ জন নিচে পড়ে যান। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর পুতুল (৩৫) নামে এক নারী ও নাঈম (১৪) নামে এক কিশোরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইদ্রিস আলী (৩৫) নামে অপর একজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তারাও ভয় পায়। গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয় ১৫ দিনব্যাপী মেলা। মেলায় সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পণ্য ও রাইডের শতাধিক স্টল চলছে।