রংপুরে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল অঞ্চলে দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ওমর ফারুক আরও বলেন, সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিন তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান তিনি।