More

    কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘাতে ১২ জন আহত আটক ২

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও হাতপাখার সমর্থকদের রক্তক্ষয়ী সংঘাতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে তেগাছিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

    আহতরা হলেন নৌকা প্রতীকের সমর্থক জালাল মীর, শাহজাহান মিয়া, জিদান, রিয়াজ, রুবেল, বশির এবং হাতপাখার সমর্থক ফেরদৌস হাওলাদার, মুশফিক রহমান, সবুজ, বেল্লাল ও হিরো হাওলাদার। এর মধ্যে গুরুতর আহত নৌকা প্রতিকের সমর্থক জালালকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় হাতপাখার দুই সমর্থক আহত মুশফিক ও বেল্লালকে হাসপাতাল থেকে আটক করেছে। নৌকার প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন এবং হাতপাখার মেজবাহউদ্দিন দুলাল খান এ ঘটনায় পরষ্পরকে দায়ী করেছেন।

    স্থানীয়রা জানান, বহিরাগত সন্ত্রাসীদের কারণে এ সংঘাত হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন...