পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও হাতপাখার সমর্থকদের রক্তক্ষয়ী সংঘাতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে তেগাছিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন নৌকা প্রতীকের সমর্থক জালাল মীর, শাহজাহান মিয়া, জিদান, রিয়াজ, রুবেল, বশির এবং হাতপাখার সমর্থক ফেরদৌস হাওলাদার, মুশফিক রহমান, সবুজ, বেল্লাল ও হিরো হাওলাদার। এর মধ্যে গুরুতর আহত নৌকা প্রতিকের সমর্থক জালালকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় হাতপাখার দুই সমর্থক আহত মুশফিক ও বেল্লালকে হাসপাতাল থেকে আটক করেছে। নৌকার প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন এবং হাতপাখার মেজবাহউদ্দিন দুলাল খান এ ঘটনায় পরষ্পরকে দায়ী করেছেন।
স্থানীয়রা জানান, বহিরাগত সন্ত্রাসীদের কারণে এ সংঘাত হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।