More

    সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৩

    অবশ্যই পরুন

    রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ হয়ে মির্জা আজম (৩৬) মারা গেছেন। এই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

    শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, সিদ্দিক বাজার বিস্ফোরণে বার্ন ইনস্টিটিউটে মির্জা আজম নামে আরেকজনের মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

    গত মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের উত্তর-দক্ষিণ সড়কে অবস্থিত একটি সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

    বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশের কাছে দিয়েছে ছাত্রদল। পুলিশ তাকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। শনিবার...