বরগুনায় এক কিশোরীর আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছাড়িয়ে পড়ার অপমানে তার মায়ের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে আসাদুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় এবং কিশোরীর মায়ের ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে ফোন দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ভিডিও কলেও কথা হয়। ওই সময়ে ধারনকৃত ভিডিও প্রযুক্তির মাধ্যমে আপত্তির ভাবে উপস্থাপন করে তা ওই কিশোরীর মাকে দেখিয়ে টাকা দাবি করে।টাকা না পেয়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয়। মুহূর্তেই তা ভাইরাল হলে ওই কিশোরীর মা অপমানে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ব্যাটারির এসিড পান করে।
পরে তাকে উদ্ধার করে বরিশালে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ মার্চ) তার লাশ দাফন করা হয়।
এ বিষয়ে কিশোরীর বাবা বলেন, আমি কাজের সুবাদে ঢাকায় থাকি। আমার স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে স্বজনদের কাছ থেকে সব শুনেছি। আমি মামলা করার প্রস্তুতি নিয়েছি।
ওই কিশোরী অভিযোগ করেন, আসাদুল আমাকে উত্যক্ত করত। একটা সময় আমি তার সাথে কথা বলি। পরে ব্লাকমেইল করে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে এবং ভিডিও রেকর্ড করে এডিট করে তা আপত্তির অবস্থায় আমার মাকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অসম্মতি জানানোয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। এ লজ্জায় আমার মা আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমারও আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই।
এ বিষয় আসাদুল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।