More

    সেই কিশোরির ভিডিও ছড়িয়ে দেওয়া আসাদুল র‍্যাবের হাতে গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল, লজ্জায় এসিড পান করে মায়ের আত্মহত্যার মামলার আসামি আসাদুলকে র‌্যাব-৮ গ্রেফতার করেছে।

    জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের দুষ্টু ছেলে আসাদুল (২৫) একই এলাকার অষ্টম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৩) কয়েকবার উত্ত্যক্ত করতো। একপর্যায়ে মেয়ের অজান্তে আসাদুল গোপনে নগ্ন ভিডিও রেকর্ড করে। গত ৮ মার্চ আসাদুল ভিডিওটি মেয়েটির মা জোসনা বেগমকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। একদিনের মধ্যে টাকা না দিলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন তিনি। একদিন পর আসাদুল টাকা না পেয়ে নগ্ন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

    বিষয়টি জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ৯ মার্চ বৃহস্পতিবার সকালে ব্যাটারির এসিডের পানি পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বরিশালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

    এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০৩ এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ধারায় মামলা দায়ের করেন। এ ঘটনায় চাঞ্চল্যকর। আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে কোম্পানি ক্যাপ্টেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল পটুয়াখালী খালী জেলার মহিপুর থেকে আসাদুলকে গ্রেফতার করে।

    এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার তুহিন জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান নির্ধারন করে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার মহিপুর থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...