More

    আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব না – আমীর খসরু মাহমুদ

    অবশ্যই পরুন

    রোববার বিএনপির একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে গেছে, সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগ না করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। বাংলাদেশের জনগণ নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা ছাড়া এই সরকারের অধীনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও মনে করে না। গতকাল সকালে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

    সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা অংশ নেন। বৈঠকে আমীর খসরু ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবশ্যই এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। দেশের মানুষ যে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে, অর্থাৎ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ বর্তমান অবৈধ, দখলদার ও অনির্বাচিত সরকারের অধীনে রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...