More

    গ্যাসের দাম বৃদ্ধিতে জ্বালানী চাহিদা পূরনে পুড়ছে কাঠ

    অবশ্যই পরুন

    দেশে গ্যাসের দাম বৃদ্ধিতে জ্বালানী চাহিদা পূরনে বরগুনায় পুড়ছে কাঠ। বরগুনা থেকে প্রতিদিন ১০ হাজার মণ কাঠ যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। বন উজার করে অপরিপক্ক গাছ কেটে ফেলা হচ্ছে জ্বালানীর জন্য। এ কারনে এলাকায় দেখা দিচ্ছে পরিবেশ বিপর্যয়ের আশংকা।

    বরগুনা জেলার ৬ টি উপজেলায় ২০০ টি স্থানে বিক্রি হচ্ছে কাঠ,যা জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়।গ্যাসের দাম বাড়ায় জ্বালানী চাহিদা পূরনে করার জন্য কাঠ এর উপর বাড়ছে চাহিদা।

    এলাকা বাসীরা বলেন, গ্যাসের দাম বাড়ছে তাই গ্যাস ভরতে পারি না, তাই রান্না করার জন্য কাঠ ব্যবহার করছি।

    পরিবেশের ক্ষতি হলেও এ বিষয় নির্বিকার বন বিভাগ।
    এ বিষয় বন বিভাগের বরগুনা সদর রেন্জ্ঞ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান বলেন, কাঠ কাটা বেআইনী এবং এক এলাকা থেকে অন্য স্থানে কাঠ নিতে অনুমতির দরকার। তবে এ বিষয় সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...