সব অবৈধ ইটভাটা ও ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার সোহরাওয়ার্দী হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো.
আদেশের পাশাপাশি, সব জেলায় অবৈধ ইটভাটা বন্ধে আসামিদের নিষ্ক্রিয়তা এবং জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিবাদীদের অবৈধ নির্মাণ বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা মর্মে রুল জারি করেছেন আদালত। ইট, ভাটা স্থাপন এবং ভাটায় কাঠ ব্যবহার।
আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হাসান।