More

    তিন ধাপে শুরু হচ্ছে আসন্ন সিটি নির্বাচন

    অবশ্যই পরুন

    জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনে তিন ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ মে থেকে ২৯জুনের মধ্যে সিটিগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বের মধ্যে ১২দিনের ব্যবধান থাকবে। সে হিসেবে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

    বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশনের ১৬তম বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

    আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

    বৈঠক শেষে ইসি সচিব বলেন, মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। আগামী ৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা হতে পারে। সে জন্য এসএসসি পরীক্ষার পর ২৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত তিন ধাপে পাঁচটি সিটিতে ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি নির্বাচন করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, পবিত্র রমজান মাসের পর আগামী এপ্রিলে এসএসসি পরীক্ষা ২৩ মে পর্যন্ত এবং ঈদুল আজহা ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন: রাষ্ট্রপতি নিয়োগে দুটি রিট খারিজ, সাহাবুদ্দিন বৈধ: হাইকোর্ট

    এপ্রিলের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হবে বলে সচিব উল্লেখ করেন। জাহাঙ্গীর আলম বলেন, পরবর্তীতে তফসিল চলাকালীন কোন তারিখ দেওয়া হবে, বিস্তারিত জানানো হবে। সেক্ষেত্রে সব নির্বাচন ইভিএমে হবে। সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা থাকলেও তা করা হবে কি হবে না সে বিষয়ে ওই সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম প্রসঙ্গে ইসি সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কত আসন হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...