More

    পিরোজপুরে গৃহবধূর কঙ্কাল উদ্ধার, ঢাকা থেকে স্বামী গ্রেফতার

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর লামিয়া আক্তার (১৮) নামের এক তরুণীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই। সে ওই হত্যা মামলার প্রধান আসামি। নাম মো. তরিকুল ইসলাম (২২) তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে।

    জানা গেছে, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের মিজান খানের ছেলে। আর নিহত লামিয়া একই গ্রামের দিনমজুর নজরুল ইসলামের কন্যা ও উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

    পিবিআইয়ের ইন্সপেক্টর মো. বায়েজিদ আকন জানান, একটি চিরকুটের ভিত্তিতে গত ১৩ মার্চ স্থানীয় মান্নান শিকদারের নতুন বাড়ি তৈরির জন্য রাখা বালুর ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালটি নিখোঁজ তরুণী লামিয়ার। পরে গত ১৬ মার্চ পিবিআই মামলাটি তদন্তের দায়িত্ব নেয়। পিবিআই অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার মোহাম্মাদপুর থানার জাফরাবাদ এলাকার সাদেক খান রোডস্থ জনৈক মোহাম্মাদ আলী খানের ভাড়া বাসা থেকে আটক করে।

    পিবিআই জানায়, তাকে জিজ্ঞাসাবাদে তিনি তার স্ত্রী লামিয়াকে হত্যার কথা স্বীকার করে জানান, পরিবারের অমতে বিয়ে করার কারণে তাদের সংসারে অশান্তি চলছিল। এ অবস্থায় গত ৬ ডিসেম্বর রাতে লামিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ওই রাতেই ১২টার দিকে লামিয়াদের বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের পাশে বসে তাকে গলা টিপে হত্যা করেন তরিকুল। পরে স্ত্রীর লাশ টেনে ওই বালুর মাঠে নিয়ে যান তিনি। সেখানে পাশের একটি গোয়ালঘর থেকে বেলচা এনে বালু খুঁড়ে সেখানে ওই তরুণীকে পুঁতে রাখেন। পরবর্তী সময়ে গত ১১ মার্চ আবারও ওই পুঁতে রাখা লাশটি তিনি ওঠানোর চেষ্টা করেন ও তরুণীর বাড়িতে চিরকুট রেখে আসেন। চিরকুটের সূত্র ধরে লামিয়া নিখোঁজ ও পরবর্তীতে তার কঙ্কাল উদ্ধারের রহস্য উম্মোচিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। আর সাধারণ...