দেশে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কোনো কুকুর বীরত্বের পদক পেতে যাচ্ছে। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ডগ স্কোয়াড কুকুর ‘চিতা’ পাচ্ছেন এই পদক।
রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেয় র্যাবের ডগ স্কোয়াডের কুকুর চিতাবাঘ এবং দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। এরপর আসে পদকের সিদ্ধান্ত।
সোমবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নিউজবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর র্যাব মহাপরিচালক পদক পাচ্ছে। র্যাব বাহিনীর 19তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব স্মৃতি দিবস-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কামরুল হাসান ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।