More

    আগৈলঝাড়ায় স্কুল শিক্ষক ও এক গৃহবধূকে আহত করার অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় স্কুল শিক্ষক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের আব্দুল ফকিরের ছেলে পূর্ব বাগধা দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক রহমান ও প্রতিবেশী হাসান ফকিরের সাথে বাড়ির জায়গার বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকালে হাসান ফকির লোকজন নিয়ে তারেক রহমানের বাড়ির উপর জোর করে ঘর তুলতে গেলে বাঁধা দেওয়ায় হাসান ও তার লোকজন শিক্ষক তারেক রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে ।

    অপরদিকে একইদিন উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের দিনমজুর সাহিদুল সিকদারের ছাগল পাশের বাড়ির জসিম সিকদারের উঠানে ষাওয়াকে কেন্দ্র করে সাহিদুলের স্ত্রী দুই সন্তানের জননী সুমি বেগমকে জসিম তার পরিবারের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে।

    এসময় আহত সুমি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আহত দুই জন পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আল্টিমেটামে শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা

    অনলাইন ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে সংস্কার আন্দোলনের ৩০ দিনের আল্টিমেটাম পরবর্তী সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ...