More

    পৌর কর আদায়কারীকে হত্যার চেষ্টা, আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ বরগুনা :
    বরগুনা পৌরসভার সহকারী কর আদায়কারী নাসির উদ্দিন মল্লিককে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলার আসামিদেরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ মার্চ) সকালে তার নিজ এলাকা বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে অনতিবিলম্বে প্রধান আসামি রাসেলসহ জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

    এর আগে গত ১৮ মার্চ সকালে ছোট লবণগোলা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ছুটে এসে নাসিরকে উদ্ধার করে প্রথমে বরগুনা হাসপাতালে নিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

    এ ঘটনায় নাসিরের বাবা সোবহান মল্লিক বাদী হয়ে বরগুনা সদর থানায় রাসেল সহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

    নাসিরের বাবা সোবহান মল্লিক বলেন, প্রতিবেশী রাসেলের নামে বেশ কিছু মামলা রয়েছে। এলাকায় জমি-জমা দখল করাই তার কাজ। সে আমাদের জমি দখল করতে চেয়েছিল। এতে বাঁধা দিলে নাসিরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে রাসেল ও তার লোকজন। আমার ছেলেটা বাঁচবে কিনা আল্লাহ জানেন। আমি আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।

    এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনার পরই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...