রাসেল মাহমুদ বরগুনাঃ
বরগুনার পৌর মাছ বাজার সংলগ্ন খাকদোন নদীর তীরে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন জেলা প্রশাসন।
হাইকোর্ড এর আদেশ এর কারনে উচ্ছেদ অভিযান চালায় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রট মোঃ ফয়সাল আর নুর।
ভূক্তভোগীরা জানায় লিখিত দরখাস্ত ছাড়া আমাদের ঘর ভেঙ্গে দিলো, শুধু মুখে বলছে যে উচ্ছেদ হবে কিন্তু কোনও লিখিত চিঠি দেয় নায়।
চিঠি দিলে আমাদের মালামাল সরাতে সুবিধা হতো।
মাছ বাজার এর মালিকরা বলেন, আমরা নিঃস হয়ে গেলাম,আমাদের এখন পথে বসতে হবে।তবে আমাদের আগে চিঠি দিলে আমাদের মালামালটুকু রক্ষা করতে পারতাম। কয়েক মিনিটে পথে ফকির হয়ে গেলাম।আমরা ব্যাবসা করে খেতেও পারবো না।আমরা শেষ হয়ে গেলাম।
উচ্ছেদ অভিযান পরিচালনায় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল আল নুর জানায়, হাইকোর্ড এর আদেশ অনুসারে আমরা উচ্ছেদ চালাচ্ছি,কোর্ড এর আদেশ অনুযায়ী কাজ করছি।