More

    পানির দেশে, পানির কষ্ট পাথরঘাটায়

    অবশ্যই পরুন

    সর্ব দক্ষিনের জেলা বরগুনার পাথরঘাটা উপজেলায় খাবার পানি অভাবে পুকুরের পানি পান করেন এলাকার সবাই।

    উজানের পানির প্রবাহ কমে যাওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা বেড়েছে। আগে শুধুমাত্র উপকূলীয় অঞ্চলের নদীর পানি পানের অযোগ্য ছিল। এখন অনেক এলাকায় ভূ-গর্ভস্থ পানিও পান করা যায় না। এসব এলাকার মানুষকে বৃষ্টি ও পুকুরের পানির ওপর নির্ভর করতে হয়। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশে সুপেয় পানির সংকট দেখা দেবে কিনা, সেটি এখন ভাবনার বিষয় হিসেবে দেখা দিচ্ছে।
    মানুষের দৈনন্দিন পানি ব্যবহারের পদ্ধতিগত পরিবর্তনের প্রত্যাশায় এবার বিশ্ব পানি দিবস পালিত হয় ২২ মার্চ।

    পাথরঘাটায় পাবলিক হেলথ পানি ফিন্ডার পরিক্রিয়া করার জন্য বেশ কিছু আধুনিক ও অনাধুনিক পদ্ধতিতে পানির ফিন্ডার স্থাপন করেছেন। তাতেও মিটছেন না সুপেয় পানির চাহিদা।

    সৌর চালিত শক্তি চালিত পন্ড স্যান্ড ফিল্টার ( পিএসএফ) যা দৈনিক ১০ হাজার লিটার পানি ফিল্টার করা সম্ভব কিন্তু তা শুধু ২০০ থেকে ২৫০ টি পরিবার ভোগ করতে পারে। তবে ২ বা ৩ টি গ্রাম এর মধ্য রয়েছে একটি পিএসএফ।

    তবে পাথরঘাটা,চরদোয়ানী বসে না, রায়হানপুরে ড্রিপ টিউবয়েল বসানো সম্ভব না।

    গ্রামবাসীরা বলেন, আমরা খাবার পানি হিসাবে পান করি পুকুর এর পানি বা বৃষ্টির পানি। তবে পানির অভাবে ঠিক মত গোসল ও পানির তৃষ্ণা মিটাতে পারি না এবং পুকুরেে পানি পান করার ফলে আমাদের নানা পানি বাহিত রোগ হয়ে থাকে। আমাদের বারো মাস টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডায়রিয়া,জন্ডিস এর মত মারাত্মক রোগে ভূগছি এবং এতে শিশুরা বেশি আক্রত থাকে।

    মেহেদী হাসান উপজেলা জনসাস্থ্য অধিদপ্তর পাথরঘাটার ইন্জিনিয়ার জানায়,পানির লেয়ার অনেক নিচে থাকার কারনে আমাদের এখানে গভীর নলকূপ বসালেও পানি লবনক্ত থাকে তা পান করার যায় না,তাই আমরা পিএসএফ এর মাধ্যামে পুকুর এর পানি ফিল্টার করে তা পান করি।তবে আমরা চেষ্টা করছি পাথরঘাটা প্রত্যক এলাকায় ১টি করে পিএসএফ বসানোর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...