More

    কোকোর স্ত্রী শর্মিলা রহমান এখন দেশে

    অবশ্যই পরুন

    হঠাৎ করে দেশে এসেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি গতকাল (৩ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান এবং পরে সরাসরি বিএনপি চেয়ারপারসনের বাসায় যান। তিনি সেখানেই থাকবেন বলে জানা গেছে। সরকারের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেলে চিকিৎসার জন্য সৌদি আরবে যাবেন। আর শর্মিলা রহমান সিঁথিও হতে পারেন খালেদা জিয়ার সফরসঙ্গী।

    বর্তমানে একটি মামলা ছাড়া সবকটিতে আগাম জামিনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শর্মিলা রহমান সিঠি ১৫ দিন দেশে থাকবেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, তিনি দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন না এবং দলের কোনো নেতার সঙ্গে দেখাও করবেন না বলে জানা গেছে।

    প্রসঙ্গত, জিয়া পরিবারের বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। মৃত কোকোর পরিবারের সদস্যরাও একই এলাকায় বসবাস করলেও আলাদা ফ্ল্যাটে থাকেন। আরাফাত রহমান কোকো 24 জানুয়ারি 2015 তারিখে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে তারা লন্ডনে বসবাস করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...