More

    আগৈলঝাড়ায় কোটি টাকার খাস জমি উদ্ধার করলেন ইউএনও

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ভাবে দখল করা প্রায় কোটি টাকার খাস জমি উদ্ধার করে গৃহহীনদের জন্য ঘর নির্মান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

    স্বাধীনতার পর থেকে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ৫৮ শতাংশ সরকারী খাস জমি দখল করে আসছিলেন। তবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন গৃহহীনদের জন্য খাস জমি খেঁাজ করতে গিয়ে বেদখল হওয়া জায়গার খবর পায়।

    সম্প্রতি তিনি গৈলা ইউনিয়নের টেমার মৌজার বিএস ১১ নম্বর দাগের ১নং খাস খতিয়ানের ৫৮ শতাংশ নাল জমি প্রভাবশালী দখলদারদের কাছ থেকে উদ্ধার করেন।

    জায়গাটি স্থানীয় প্রভাবশালী মুহিদ ইসলাম বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিলেন। খাস খতিয়ানের এই জমিটির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা। এই জমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সরকারের পক্ষে দখল নিয়ে ৪র্থ ধাপে গৃহহীনদের জন্য ২৫টি ঘর নির্মান কাজ শুরু করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আল্টিমেটামে শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা

    অনলাইন ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে সংস্কার আন্দোলনের ৩০ দিনের আল্টিমেটাম পরবর্তী সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ...