পিরোজপুর প্রতিবেদক: বজ্রপাতে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পিতা। নিহত পুত্রের নাম রনি (১২) সে পিতা ফিরোজ শেখের সাথে পিরোজপুরের স্বরূপকাঠির কামারকাঠি সংলগ্ন সন্ধ্যা নদীতে বাবার মাছ ধরতে গিয়েছিলো। রোববার বিকেলে এঘটনা ঘটে।
বজ্রপাতের আঘাতে আহত ফিরোজ শেখ জানান, গতকাল রোববার আনুমানিক বিকেল সাড়ে ৩ টার দিকে ছোট ছেলেকে সঙ্গে করে জাল ও নৌকা নিয়ে নদীতে বের হই। কিছু সময়ে পরে আকাশে মেঘ দেখে জাল তুলে বাড়ি ফিরছিলাম। এ সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আমরা নৌকা বেয়ে বাড়ির কাছাকাছি আসতেই বিকট শব্দে আমি অজ্ঞান হয়ে যাই। পরে হাসপাতালে আমার জ্ঞান ফেরে।
নিহত রনির মামা মো. বেল্লাল মিয়া বলেন, বিকেলে ভাগিনাসহ তার বোন জামাই নদীতে মাছ ধরতে যায়। বাড়ি ফেরার পথে নদীতে বজ্রপাতে তার ছোট ভাগিনা নিহত হয়। নদীতে থাকা অন্য জেলেরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বজ্রপাতে ছেলেটি মারা যায়। বজ্রপাতে নিহতের আহত পিতাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।