More

    মঠবাড়িয়ায় ইফতার কর্মসূচিতে হামলা, ওসি সহ আহত ৫

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইফতার বিতরণ শেষে প্রতিপক্ষ গ্রুপের হামলায় চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের ওসি মোহাম্মদ আসলাম উদ্দিনকেও কুপিয়ে জখম করা হয়। আহত হয়েছেন আরও ৪ জন। উপজেলা ও পৌর ছাত্রলীগ ইফতার বিতরন কর্মসূচির আয়োজন করেছিলো।

    গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৫), পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শুভ (২০) ও উপজেলা ছাত্রলীগ কর্মী রাব্বী ব্যাপারী (২০)।

    এদিকে হামলার পরই ডিবির ওসি মোহাম্মদ আসলাম উদ্দিনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত অন্যদের মঠবাড়িয়া ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

    রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম...