ডেস্ক প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইফতার বিতরণ শেষে প্রতিপক্ষ গ্রুপের হামলায় চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের ওসি মোহাম্মদ আসলাম উদ্দিনকেও কুপিয়ে জখম করা হয়। আহত হয়েছেন আরও ৪ জন। উপজেলা ও পৌর ছাত্রলীগ ইফতার বিতরন কর্মসূচির আয়োজন করেছিলো।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশের ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৫), পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শুভ (২০) ও উপজেলা ছাত্রলীগ কর্মী রাব্বী ব্যাপারী (২০)।
এদিকে হামলার পরই ডিবির ওসি মোহাম্মদ আসলাম উদ্দিনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত অন্যদের মঠবাড়িয়া ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।