টসে জিতে আইরিশরা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে লিটন ও রনি ৯.২ ওভারে ১২৪ রানের জুটি গড়েন। টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো উইকেটে তাদের দ্রুততম সেঞ্চুরি এবং দ্বিতীয় সর্বোচ্চ রান। এরপর ২৩ বলে ৪৪ রান করে ক্যাচ দেন রনি। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
অপর প্রান্তে লিটন দাস ছিলেন আরও বিধ্বংসী। ড্রেসিংরুমে ফেরার আগে ৪১ বলে ৮৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। তিনি মারেন ১০ টি চার ও তিনটি ছক্কা। আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে তিনি ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন। সাকিব ২৪ বলে ৩৮ এবং তাওহীদ হৃদয় ১৩ বলে ২৪ রান করেন।
টাইগাররা ২০ ওভারে ৩ উইকেট ২০২ রানের বড় একটি টার্গেট জুড়ে দেয় আইরিশদের। জবাবে তারা ব্যাটিংয়ে নেমে সাকিবের ঘূর্ণিতে ৫ উইকেট হারায়। পরে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের চৌকস বোলিংয়ে বাংলাদেশ প্রান্তে পৌঁছে যায়। ৭৭ রানের বড় জয় পায় বাংলাদেশ।