More

    পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ জানালো ইসি

    অবশ্যই পরুন

    দেশের পাঁচ সিটি করপোরেশনে ভোটগ্রহণের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি সচিব মো. জাহাংগীর আলম সোমবার (৩ এপ্রিল) এই তারিখ ঘোষণা করেন।

    তিনি জানান, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন দিয়ে শুরু হবে পাঁচ সিটির ভোটগ্রহণ। ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট নেবে ইসি।

    নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘পাঁচ সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং সিসি ক্যামেরাও থাকছে কেন্দ্রে কেন্দ্রে।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

    ভোটের আপডেট ইসির নিজস্ব কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবে। সব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

    গাজীপুর ভোট ২৫ মে

    ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৮ মে ও ভোট ২৫ মে।

    খুলনা ও বরিশাল ১২ জুন

    ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময়  ২৫ মে ও ভোট ১২ জুন।

    রাজশাহী ও সিলেট ২১ জুন

    ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...