More

    প্রথম আলোর বিরুদ্ধে বরগুনায় শ্রমিক লীগের মানববন্ধন

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ, বরগুনা:
    ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোতে ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে’ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও রাষ্ট্রের মর্যাদা অক্ষুন্ন করার জন্য সাজানো সংবাদ প্রচারের প্রতিবাদে ও সংবাদপত্রটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা শ্রমিক লীগ।

    সোমবার বেলা ১২ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শ্রমিক লীগের সাথে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।

    জেলা শ্রমিক লীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, এই প্রথম আলো পত্রিকাটি ইতঃপূর্বেও সরকারকে বদনাম করার জন্য কাজ করেছে। স্বাধীনতা বিরোধীতাকারীদের উস্কানিদাতা এই পত্রিকাটি বন্ধ করে দিতে হবে এবং সাজানো ও ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশনের জন্য পত্রিকার সম্পাদক ও সংবাদদাতাকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকায় ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

    রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম...