More

    কালকিনিতে মনির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনির চৌকিদার(৩২) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের প্রধান – প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল শেষে তারা থানা ঘেরাও এবং ইউএনও বরাবর এক স্মারকলিপি প্রদান করেন। নিহত মনির চৌকিদার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে ও সিডিখান ইউপি স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে ওই ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। এরই জেরে মিলন মিয়ার সমর্থক মুদি দোকানি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির চৌকিদার সোমবার সন্ধ্যায় ইফতারি শেষ করে এশারের নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। নামাজ শেষ করে সোমবার রাত ৯টায় দোকানে ফেরার পথে মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা। পরে গুরুতর অবস্থায় মনিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
    নিহত মনিরের প্রতিবেশী রাসেলসহ বেশ কয়েজন অভিযোগ করে বলেন, মনিরকে এর আগেও চেয়ারম্যান চাঁনমিয়ার লোকজন মারধর করেছে। সে মামলা করতে চাইলে থানা পুলিশ গরিমশি করে মামলা নেয়ানি। এখন তাকে বোমা মেড়ে চিরতরে শেষ করে দেয়া হয়েছে। আমরা খুনি চেয়ারম্যান চাঁনমিয়ার বিচার চাই। আমরা বিষয়টি স্মারকলিপি মাধ্যমে ইউএনও স্যারকে অবহিত করেছি।
    এ বিষয় মিলন মিয়া জানান, মনির আমার সমর্থক হওয়ার চাঁন মিয়ার লোকজন ক্ষীপ্ত হয়ে তাকে বোমা মেরে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ট বিচার চাই।
    এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার জানান, মনির চৌকিদার তার ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হয়েছে। আমাদের সঙ্গে মনিরের কোন শত্রুতা ছিলনা। আর ইউপি নির্বাচনের সময় এলাকায় আমার লোকজন কোন খুনখারাপির সঙ্গে জড়বত ছিলনা। আমি ব্যক্তিগতভাবে কোন মারামারি পছন্দ করি না।
    জানতে চাইলে মাদারীপুর কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন সাংবাদিকে বলেন, বোমার আঘাতে একজন মারা গেছে। ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে রয়েছি। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে...