রাসেল মাহমুদ,বরগুনা:
আপন চাচি কুপ্রস্তাবে রাজি না হলে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ভাসুরের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী ওই চাচি।
ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান খান মঙ্গলবার মামলাটি গ্রহণ করে সিআইডি বরগুনাকে সাত দিনের মধ্য অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল।
জানা যায়, গৃহবধূর স্বামী জাহাজে কাজ করার কারণে খুলনা থাকেন। গৃহবধূর স্বামীর অনুপস্থিতে ভাসুরের ছেলে বিভিন্ন সময় চাচিকে কুপ্রস্তাব দেয়। চাচি কুপ্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে বিয়ে করার হুমকি দেয়। এমন কি চাচির গোসল করার দৃশ্য গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তাতেও চাচি ভাসুরের ছেলের অনৈতিক প্রস্তাবে রাজি হয়নি।
২৫ ফেব্রুয়ারি দুপুরে দেড়টার দিকে ভাসুরের ছেলে ও অজ্ঞাত দুইজন লোক চাচিকে জোরপূর্বক অপহরণ করে ঢাকা মিরপুর রূপনগর নিয়ে যায়।
গৃহবধূ বলেন, ওই বাসায় আমাকে আটক রেখে খুনের ভয় দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে ভাসুরের ছেলে। ওই বাসা থেকে ১৪ দিন পর আমার স্বামী আমাকে উদ্ধার করেন। বরগুনা থানায় ২ এপ্রিল মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, এ ব্যাপারে বরগুনা থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম।