More

    মাদারীপুরে জেলা বিএনপির  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
    মাদারীপুরে জেলা বিএনপির একাংশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌর কমিউনিটি সেন্টার হল রুমে আয়োজন করা হয়।

    দলীয় সূত্রে জানা যায়, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির একাংশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান।

    প্রধান অতিথির আলোচনায়, মাশুকুর রহমান বলেন, গত ৮ এপ্রিল ডাসারে বিএনপির অবস্থান কর্মসূচি চলা কালে ছাত্রলীগের ন্যাক্কর জনক হামলার ঘটনা তিব্র নিন্দা এবং কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয় সম্পাদক আনিসুর রহমান খোকনসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই। তিনি আরও বলেন, বর্তমান অবৈধ সরকার দ্রব্য মুল্য উর্ধ্বগতি সহ দেশে নৈরাজ্য চালাচ্ছে। অচিরেই জনগণ এর  জবাব দিবে।

    জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ম  আহবায়ক জামিনুর হোসেন মিঠুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, কালকিনি উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান বেপারি ও সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমান, বিএনপির নেতা তাফসির আহম্মেদ ফিরোজ, শাহাআলম কবিরাজ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদ উজ্জামান সহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...