More

    চরফ্যাসনে সাবেক সচিবের গনসংযোগে হামলা

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : চরফ্যাসনে সাবেক এক সচিবের গনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। সদ্য সাবেক ওই সচিবের নাম মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি আগামী নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী। সোমবার সন্ধ্যায় স্থানীয় গ্রামবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানান, সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন নিজ এলাকা ভোলার চর‌ফ্যাসনের চেয়ারম্যান বাজারে সাধারন মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য যান। তখন মেজবাহ উদ্দিনের সঙ্গে থাকা শতাধিক সমর্থক তার পক্ষে শ্লোগান দিতে থাকে। এসময় পেছন থেকে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল যুবক সেখানে হামলা চালায়। এতে মেজবাহউদ্দিনের বেশকিছু কর্মি সমর্থক আহত হয়। ঘটনার খবর পেয়ে চরফ্যাসন ও শশীভূষণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ হামলার সঙ্গে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মিদের সম্পর্ক নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন চর‌ফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...