বরিশাল স্টেডিয়ামের নবনির্মিত ড্রেসিংরুম থেকে সোহেল জমাদ্দার নামে এক ফুটবল খেলোয়াড়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাত এবং গলায় দড়ি ছিল।
পুলিশ জানায়, সোহেল জমাদ্দার নামের ওই যুবক প্রেমিকাকে ভিডিও কলে আটকে রেখে আত্মহত্যা করেছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পুর বটতলা এলাকায়। তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সোহেল বিবাহিত এবং তার আট মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের আগে একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রের সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক স্থায়ী না হওয়ায় সোহেল অন্যত্র বিয়ে করেন। সম্প্রতি ওই তরুণীর সঙ্গে আবারও সম্পর্কে জড়ান সোহেল। এ নিয়ে পারিবারিক অশান্তি চললে গতকাল স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সোহেলের। স্ত্রী সন্তানকে নিয়ে বাপের বাড়ি যায়। আর খেলার কথা বলতেই বরিশাল স্টেডিয়ামের উদ্দেশে বাসা ত্যাগ করেন সোহেল। সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পুলিশ আরও জানায়, সোহেল রাতে ইমোতে তার প্রেমিকের কাছে আত্মহত্যার সরঞ্জাম পাঠায়। পরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ফুটবলার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁসির পর দড়ি ভেঙ্গে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।