ডেস্ক রিপোর্ট : ঘটনাটি চাঞ্চল্যকর। পরকীয়ার কারনে বড় ভাইকে খু্ন করে ছোট ভাই। এরপর গোপনে বিয়ে করে ভাবীকে। মামলা হলে দু’জনেই পালিয়ে যায়। মামলার বিচারে দু’জনের ১০বছর সাজা হয়। ২৫ বছর পর তাদেরকে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ।
নিহত মাহাবুবুর রহমান কাজী উপজেলা সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। গ্রেপ্তাররা হলেন নিহতের ছোট ভাই তোহেবুর কাজী (৭০) ও তার স্ত্রী আলেয়া বেগম (৬০)।
মামলার বরাতে ওসি মো. জাকারিয়া জানান, মাহাবুব কাজীর স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে তোহেবুর কাজীর পরকীয়া প্রেম হয়। ১৯৯৮ সালের ১৭ জুন বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।এরপর কাজী মাহবুবুর রহমান হত্যার শিকার হন। পরে তোহেবুর কাজী আলেয়া বেগমকে গোপনে বিয়ে করে ঢাকায় পালিয়ে যান।
মামলার বরাতে ওসি মো. জাকারিয়া জানান, মাহাবুব কাজীর স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে তোহেবুর কাজীর পরকীয়া প্রেম হয়। ১৯৯৮ সালের ১৭ জুন বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।এরপর কাজী মাহবুবুর রহমান হত্যার শিকার হন। পরে তোহেবুর কাজী আলেয়া বেগমকে গোপনে বিয়ে করে ঢাকায় পালিয়ে যান।
সেই মামলায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার রাতে ঢাকার ডেমরার বাসা থেকে আলেয়া ও তোহেবুরকে গ্রেফতার করে পুলিশ।