স্টাফ রিপোর্টারঃ আজ ১০-ই মে বুধবার বাংলাদেশ নৌবাহিনী বরিশাল জেলার বেশকয়েকটি নদীতে জাটকা বিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে । যার আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ টাকা।
বানৌজা কুশিয়ারা কর্তৃক জাটকা বিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল জেলার চরমোনাই, লাহারহাট, শ্রীপুর, পাথারহাট, মেহেন্দিগঞ্জ, লেঙ্গুটিয়া, গোলারহাট, সাহেবেরহাট এলাকার নদীতে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।
পরে বরিশাল জেলা মৎস কর্মকর্তা বিমল চন্দ্র দাস’র উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও সুতার জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।