স্টাফ রিপোর্টারঃ বরিশালে হরিজন সম্প্রদায়ের সাথে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) সাথে নগরীর ১৫ নং ওয়ার্ডস্থ আমির কুটিরসহ বরিশালের বিভিন্ন এলাকার হরিজন সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে। নগরী থেকে জলাবদ্ধতা দুর করে বসবাস উপযোগী করা হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী আমাকে এখানে কাজ করতে পাঠিয়েছেন। নির্বাচিত হলে বরিশালকে একটি নতুন বরিশাল হিসেবে গড়ে তোলা হবে।
আজ শুক্রবার ১২ মে বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন লাবু এর সভাপতিতেত্ব বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রার্থীর সহধর্মীনী লুনা আব্দুল্লাহ, কাউন্সিলর কহিনুর বেগম, মহিলা আওয়ামীলীগের মহানগর সভাপতি ফেরদৌস জাহান মুন্নি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহমুদুর রহমান মধু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার প্রমুখ।