More

    শ্রমিকের ২০ হাজার টাকা মজুরী সহ বিভিন্ন  দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে ধর্মঘট বন্ধে পরিষেবা বিল ২০২৩ বাতিল, ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, দিন মজুরদের সারা বছর কাজ নিশ্চিত করা ও সকল শ্রমজীবীদের রেশন প্রদানের দাবিতে বরিশালে  শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
    আজ ১৩ মে শনিবার সকাল ১০ টায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল সম্মুখে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    বরিশাল মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ ফয়েজ আহম্মেদ খান এই বিক্ষোভ  সমাবেশের সভাপতিত্ব করেন।
    বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী এডভোকেট একে আজাদ, জাতীয় ফেডারেশন সভাপতি মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মোল্লা, নৌযান শ্রমিক নেতা শেখ মোহাম্মদ হাশেম, বরিশাল মহানগর শ্রমিক দলের শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতার সন্তোষ মিত্র প্রমুখ।
    বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে,বরিশাল মহানগর শ্রমিক দল,নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, নৌযান শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ।
    বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...