More

    আগৈলঝাড়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি

    অবশ্যই পরুন

     

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার
    ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা
    ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা
    চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে
    বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
    ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার গৈলা
    ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের সৌদিআরব প্রবাসী নুরআলম তালুকদারের
    বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
    ওই ঘরে বসবাসকারী নুরআলম তালুকদারের আত্মীয় নছিমন চালক সাইদুল ফকির তার
    পরিবার তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি তালাবদ্ধ ছিলো।
    আগুনের লেলিহান শিখা দেখে পাশ্ববর্তী বাড়ির জসিম সন্যামত ডাক চিৎকার শুরু
    করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ
    হন।
    পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন
    নিয়ন্ত্রণে আনে। কিন্তু ওই ঘরে বসবাসকারী সাইদুল ফকিরের টিনশেড বসতঘর,
    ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই
    হয়ে গেছে। সবকিছু পুড়ে ছাই হয়েও গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত ছিল।
    এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল ফকির।
    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন,
    বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিলো। এতে একটি
    টিনশেড ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই পরিবারের দাবি
    অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...