আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ
প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে একেএম মান্নান ফকির ও শ্রেষ্ঠ শিক্ষা
প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়।
শিক্ষক মান্নান ফকির উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান
শিক্ষক বাছাইয়ের জন্য শিক্ষকরা আবেদন করেন। বাছাই কমিটির সভাপতি উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে যাচাই—বাছাই
শেষে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম
মান্নান ফকিরকে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
করা হয়। এছাড়াও উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত
হয়েছে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়।