More

    আগৈলঝাড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

     

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ
    চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অফিসে
    গিয়ে শেষ হয়।
    পরে উপজেলা ভূমি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
    সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান
    অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ
    সেরনিয়াবাত।
    এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন,
    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা ভূমি অফিসের নাজির
    মো. সোহেল আমিন, ইউনিয়ন (ভূমি) তহশীলদার রবীন দাশ গুপ্তসহ প্রমুখ।
    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন,
    এই সেবা সপ্তাহে সাধারন লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ হবে। সাধারণ
    মানুষ যেন সেবা পেতে হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে
    হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...