More

    আগৈলঝাড়ায় জুয়া খেলার সময়ে তিন জুয়াড়ি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় অনলাইন জুয়ার মাধ্যমে বিটকয়েন লেনদেনকারী তিন
    জুয়াড়িকে গ্রেপ্তার করেছে বরিশাল আর্মড ব্যাটালিয়ান পুলিশ সদস্যরা।
    ওই জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা
    হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে বরিশাল ১০ আর্মড পুলিশের এসআই মো.
    জোবায়েদ খান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা
    আইনে মামলা দায়ের করেছে।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বরিশাল ১০
    আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া
    উপজেলার সাহেবেরহাট বাজারে হাওলাদার টেলিকমে অভিযান চালায়।
    অভিযানে হাওলাদার টেলিকমের মালিক পাশবর্তী উজিরপুর উপজেলার জল্লা গ্রামের
    মো. হাসান হাওলাদারের ছেলে মো. শাওন হাওলাদার ওরফে সুজন (২৭), একই উপজেলার
    বাহেরঘাট গ্রামের মো. মানিক মোল্লার ছেলে মো. ইমন হোসেন (২০), একই
    গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লাকে (২০) অনলাইনে
    জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে।
    আটককৃতরা জিজ্ঞাসাবাদে তাদের নিজস্ব আইডি এবং নিষিদ্ধ বিট কয়েন
    দ্বারা অনলাইনে বিভিন্ন প্রকার জুয়া পরিচালনা করে জীবিকা নির্বাহ করে
    আসছে বলে জানায়।
    আটককৃতদের ফোন ডিভাইস তল্লাশী করে ৩৪৫৯.৩ অবৈধ বিট কয়েন, বুস্টা
    বিট আইডি—৪১৭৯, ৪১৭৯৯ নিষিদ্ধ কোপ্টো কারেন্সি এবং তাদের ব্যবহৃত বিকাশ,
    রকেট, নগদ এ্যাকাউন্টে ১৭ হাজার ৬৮৯ টাকার অস্তিত্ব পায় আইন শৃংখলা
    বাহিনী।
    আটককৃতদের নিয়ে সোমবার রাতে আরও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের
    থানায় সোপর্দ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা।
    এ ঘটনায় সোমবার রাতে বরিশাল ১০ আর্মড পুলিশের এসআই মো. জোবায়েদ
    খান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন
    মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতের
    মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...