আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় চুরিতে বাঁধা দেয়ায় একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চোর চক্রের ২ সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার পয়সারহাট কদমবাড়ি গ্রামের মানিক ফকিরের কলা বাগান থেকে কলা কাটে দুই চোর। এসময় স্থানীয় আজিজুল বক্তিয়ার বাড়ি থেকে রাস্তা দিয়ে বাজারে যাওয়ার পথে ওই দুই চোরকে কলা কাটতে দেখে বাঁধা দেয় তখন ওই দুই চোর ধারালো কাঁচি দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে আহত করে। আজিজুল বক্তিয়ারের ডাক চিৎকারে তখন স্থানীয়রা ওই দুই চোর পাশ্ববর্তী গৌরনদী উপজেলার মেধাকুল গ্রামের জাকির ফকিরের দুই ছেলে সাগর ফকির ও আকাশ ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় স্থানীয়রা আহত আজিজুল বক্তিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত চোর সাগর ফকির ও আকাশ ফকিরকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।