আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির
৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী,
আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে ্#৩৯;জুলিও কুরি শান্তি পদক্ প্রাপ্তির
৫০ বছর পূর্তি উদযাপন করা হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
আব্দুর রইচ সেরনিয়াবাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) উম্মে ইমামা বানিন, থানার (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা
নাজমা, ডা. অসীম রঞ্জন হালদার, ডা. শিশির কুমার গাইন ও বিভিন্ন দপ্তরের
কর্মকর্তাসহ বিদ্যালয়ের ছাত্র—ছাত্রীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলিও কুরি’ শান্তি পদক তাদেরই দেয়া হয় যারা বিশ্ব
শান্তির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্ব শান্তি
পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং
বিশ্ব শান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলিও কুরি’ শান্তি পদক
প্রদানের জন্য শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র প্রস্তাব উপস্থাপন করেন।
পৃথিবীর ১৪০ দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে জাতির পিতা
বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৭৩
সালের ২৩ মে বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুস্কার বিতরনের
মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।