More

    মাদারীপুরে উদ্ধার হওয়া মরদেহ আগৈলঝারার অঞ্জলী রানীর

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম অঞ্জু রানী বেপারী (৪০)। গতকাল সোমবার মাদারীপুরের শেখ হাসিনা মহাসড়কের খাগদী এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
    অঞ্জু রানী বেপারী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের অইচার মাঠ এলাকার হরলাল বেপারীর স্ত্রী।
    নিহতের পরিবারের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহত অঞ্জু রানী বেপারী গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে মাদারীপুর শহরের খাগদী এলাকার শেখ হাসিনা মহাসড়কের পাশে ঝোপের ধারে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করেন। এদিকে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধারের পর থানা পুলিশ ও সিআইডির একটি দল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করলে লাশের পরিচয় মিলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...