More

    ভাইকে কুপিয়ে আহত করা প্রধান আসামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধি : আগৈলঝাড়ায় পারিবারিক ও সামাজিক বিরোধের জের ধরে কাকাতো ভাইকে হত্যার উদ্দ্যেশ্যে কুপিয়ে আহত করা প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জাানান, উপজেলার মোহনকাঠী গ্রামের মঙ্গল রায়ের ছেলে মনিমোহন রায় (৫০) স্থানীয় বাজার থেকে গতকাল সোমবার (২৯ মে) রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বে থেকে ওৎপেতে থাকা একই বাড়ির মনি মোহনের কাকাতো ভাই কৃষ্ণ রায়ের ছেলে অজয় রায় এর নেতৃত্বে ৪/৫ জনের একটি দল মনি মোহনের পথরোধ করে আকস্মিক হামলা চালিয়ে মারধর শুরু করে।

    মনি মোহনকে হত্যার উদ্দ্যেশ্যে অজয় ধারালো কুঠার দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে।

    মনি মোহনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মনি মোহনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    এ ঘটনায় মনি মোহনের বাবা মঙ্গল রায় বাদী হয়ে ভাইয়ের ছেলে অজয় রায়ের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন।

    ওই মামলায় অভিযান চালিয়ে রাতেই প্রধান আসামী অজয় রায়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অজয়কে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...