More

    আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে শিশুর করুণ মৃত্যু

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত বিশ্বজিৎ বল্লভের ছেলে অভিজিৎ বল্লভ (৪) এই দুর্ঘটনার শিকার হয়।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিশ্বজিৎ বল্লভের ঘরের মধ্যে একটি বৈদ্যুতিক মাল্টিপ্ল্যাগে সংযোগ দেয়া অবস্থায় শিশু অভিজিৎ বল্লভ তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়। এতে ওই শিশুর হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
    নিহত শিশুর পিতা বিশ্বজিৎ বল্লভ বলেন, বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে অভিজিৎ বল্লভ মারা যায়। দীর্ঘ সময় তাকে না দেখে খুঁজতে ঘরে গিয়ে দেখি হাত ও শরীর পুড়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষনা করে।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, মৃতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...