More

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সাবেক চীফ হুইপ, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদার) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)’র সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মরহুমের বাসভবনে আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল বুধবার সকালে উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মোল্লা, জসিম উদ্দিন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, সাধারন সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। তার জীবনীর উপর আলোচনা শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
    উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...