More

    বরিশালের, গৌরনদীতে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজন( রাজমিস্ত্রীর)

    অবশ্যই পরুন

    প্রতিবেদক মোঃ আবু জাফর:

    বরিশালের, গৌরনদী, মাহিলাড়া ইউনিয়নের, শরিফাবাদ গ্রামে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝরে গেলো এক তরতাজা প্রান।০৮-০৬-২০২৩ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০এর সময় উপজেলা মাহিলাড়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের শরিফবাদ গ্রামে,এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শরিফাবাদ গ্রামের মোঃ আলাউদ্দিন হাওলাদারের ছেলে মুহাম্মদ হেমায়েত হাওলাদার( ৪২)। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তার লাশ উদ্ধার করেন। এবং সংবাদ পেয়ে উপস্থিত হন barisal.News। স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী জানা যায় মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ তার বাড়ির আঙিনায় ফসল বাগান পরিদর্শন করতে গিয়ে অবৈধ বিদ্যুৎ লাইনের সাথে তার শরির স্পর্শ হয়ে ঘটনাস্থলে তিনি  মারা যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...