আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জাটকা বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে দুই শত কেজি জাটকা জব্দ করা হয়। পরে ওই জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল রোববার সকালে উপজেলার পয়সারহাট মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে জাটকা বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তিন ব্যবসায়ীর কাছ থেকে দুই শত কেজি জাটকা জব্দ এবং বিক্রির অপরাধে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন।
এসময় জাটকা বিক্রির অপরাধে বাগধা গ্রামের হারুন খান, হরিনাটি গ্রামের খলিলুর রহমান ও একই গ্রামের জলিল হাজরাকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত ২শত কেজি জাটকা বাগধা জামিয়া ইসলামীয়া নেছারিয়া শামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, চাঁদত্রিশিরা জামিয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়।