কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বৃষ্টির মধ্যে মাঠে ঘাস খাওয়ার সময় মোঃ নেছারউদ্দিন হাওলাদার(৬০) নামে এক কৃষকের দুইটি গবাদিপশুর বজ্রপাতে একেই সঙ্গে মৃত্যু হয়েছে। এতে করে ওই কৃষকের আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী সূত্রে জানাগেছে। তবে ওই দুইটি গবাদিপশুর মৃত্যুতে কান্নার রোল পড়ে কৃষক পরিবারের মাঝে। আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
এলাকা ও ভূক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের রশিদ হাওলাদারের কৃষক পুত্র মোঃ নেছার উদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে বসে দুইটি গাভী পরম আদরে লালন-পালন করে আসছিলেন। সোমবার বিকালে নেছারউদ্দিন ওই গাভী দুইটিকে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশের তাজুর ব্রিজের পশ্চিম পাশে একটি ফাঁকা মাঠে রশি দিয়ে বেধে রাখেন। এসময় আকাশে কালো মেঘ জমা হয়ে প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটতে শুরু করে। কিন্তু হঠাৎ করে আকাশ থেকে একটি বজ্রপাত এসে ওই গাভী দুইটির শরীর উপর পড়ে। এতে করে ওই গাভী দুইটি একই সঙ্গে ঘটনাস্থলেই ছটফট করে মারা যায়।
ভূক্তভোগী কৃষক নেছারউদ্দিন আহাজারি করে জানান, বড় সখ করে নিজের সন্তানের মত করে দুইটি গাভী পালন করে আসছিলাম। কিন্তু বজ্রপাতে আমার দুইটি গাভীই মারা গেছে। আমি অনেক লোসকানে পড়ে গেলাম।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মুরাদ সরদার জানান, কৃষক নেছারের গরু দুইটি বজ্রপাতে মারা গেছে,খুবই দুঃখজনক।