More

    আগৈলঝাড়ায় এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্যে প্রায় ৫ লক্ষ টাকা।
    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার সাহেবেরহাট বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে একটি ঘর থেকে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন।
    এসময় অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যায়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...