More

    ওসির ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি সৈয়দ আবদুল্লাহ, তার স্ত্রী ফারহানা আক্তার ও শাশুড়ি করিমা খাতুনের বিরুদ্ধে পিরোজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে। . ঘোষিত আয়ের বাইরে ১৮ কোটি ৫০ লাখ টাকার সম্পদ থাকায় বৃহস্পতিবার (১৫ জুন) দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজ তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

    মামলার প্রধান আসামি আব্দুল্লাহ বর্তমানে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় কর্মরত। ১৯৯১ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর, আবদুল্লাহ ২০০৭ সালে পরিদর্শক পদে উন্নীত হন। ২০২০ সালে, দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয় আবদুল্লাহর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মাদক ও চোরাকারবারিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করার জন্য অনুমোদিত হয়। , মিথ্যা মামলা রেকর্ড করা এবং বিপুল পরিমাণ সম্পদের অনৈতিক অধিগ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন। পিরোজপুরে দুদক কার্যালয় প্রতিষ্ঠার পর পিরোজপুর কার্যালয় তদন্ত শুরু করে।

    মামলার বাদী মোস্তাফিজ জানান, আবদুল্লাহর নিজের নামে ঢাকায় দুটি প্লট, স্ত্রী ফারহানার মায়ের বাড়িতে দুটি আবাসিক ফ্ল্যাট, একটি বাণিজ্যিক জায়গা এবং শাশুড়ি করিমা খাতুনের নামে একটি আবাসিক ফ্ল্যাট কিনেছেন। স্ত্রী ফারহানার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করে যার মূল্য ১৫ কোটি সাত লাখ টাকার বেশি। এছাড়া ফারহানার নামে দুটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এক কোটি টাকার সঞ্চয়পত্র কেনা হয়েছে। ফারহানাও আরেকটি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

    এই তিন আসামির নামে ১৮ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে স্ত্রী ফারহানার নামে নিবন্ধিত ৩১ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এর মধ্যে ১৮ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এছাড়া ফারহানার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৬ কোটি ৫০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের বিপক্ষেও জ্বলে উঠতে প্রস্তুত কুশল মেন্ডিস

    এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ ও হংকংয়ের বিপক্ষে সম্মিলিত ১৪ রান করেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। তার এমন পারফরম্যান্সে...