আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীর ১০ শতাংশ জায়গা দখলের পায়তারা করছে তার আপন ভাইয়ের ছেলেরা। এঘটনায় প্রতিকার চেয়ে বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করার পরেও কোন সমাধান পায়নি প্রতিবন্ধী মোহাম্মদ বেপারী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের মৃত একরাম আলী বেপারীর প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ আলী বেপারীর বোন ফরিদার কাছ থেকে ১০ শতাংশ জায়গা ২০১৬ সালের ১০ আগষ্ট ক্রয় করেন। ক্রয় করার পর থেকে ওই জমির মালিকানা বুঝিয়ে না দিয়ে টালবাহনা শুরু করে ভাইয়ের ছেলে হিরণ বেপারী। ওই জায়গা নিয়ে প্রতিবন্ধী মোহাম্মদ আলী বেপারীর একমাত্র মেয়ে ফাতেমা বেগম বাদী হয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।
এব্যাপারে দরিদ্র প্রতিবন্ধী মোহাম্মদ আলী দখল বুঝিয়ে পাওয়ার জন্য ২০২২ সালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও তার কোন সমাধান পায়নি।
এব্যাপারে দরিদ্র প্রতিবন্ধী মোহাম্মদ আলী বলেন, আমার ভাইয়ের ছেলেরা জোর করে আমার জায়গা দখলের পায়তারা করছে। তারা মেপে আমাকে জায়গা বুঝিয়ে দেয়নি।
মাপার কথা বললে তারা বিভিন্ন ধরনে ভয়ভীতি দেখিয়ে আমাকে মারতে আসে। আমি আমার জায়গা বুঝিয়ে পাওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি। তিন ভাইয়ের ছেলের মধ্যে হিরন বেপারী জানান, আমার চাচা মোহাম্মদ আলী বেপারী আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন। একভাই বিদেশে ও অন্য ভাই সরকারী চাকুরী করে। তারা আসলে চাচার জায়গা মেপে বুঝিয়ে দেওয়া হবে।